পুলিশ হেফাজতে থাকা শ‍্যামাপ্রসাদ মুখার্জীর সাথে দেখা করতে থানায় সৌমিত্র খাঁ

25th August 2021 7:00 pm বাঁকুড়া
পুলিশ হেফাজতে থাকা শ‍্যামাপ্রসাদ মুখার্জীর সাথে দেখা করতে থানায় সৌমিত্র খাঁ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে দেখা করতে থানায় সৌমিত্র খাঁ! সৌজন্য নাকি অন্য সমীকরণ? জল্পনা রাজনৈতিক মহলে ।

টেন্ডার দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে দেখা করতে বিষ্ণুপুর থানায় এলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কেন এলেন সৌমিত্র বাবু? সমীকরণ কি বদলাচ্ছে কিছু? রাজনৈতিক মহলে শুরু জল্পনা। সূত্রের খবর, বুধবার দুপুর ১২.৪৫ মিনিট নাগাদ থানায় এসে পৌঁছন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং সেখানে তিনি প্রায় ২০ মিনিট থাকেন এবং এর মধ্যেই শ্যামাপ্রসাদ মুখার্জীর সাথে দেখা করে কথাও বলেন বিজেপি সাংসদ। যা নিয়ে ইতিমধ্যে তৈরি  হয়েছে রাজনৈতিক জল্পনা। শ্যাম বাবুর সাথে বিজেপি সাংসদের সাক্ষত শুধুই কি সৌজন্য না অন্য কিছু? এই নিয়ে এর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। যদিও সমস্ত জল্পনায় সাংসদ নিজেই জল ঢেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বর্ষীয়ান নেতার সাথে শুধুমাত্র দেখা করতেই তিনি আসেন থানায়। এদিন তিনি বিষ্ণুপুর থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে তিনি তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা কে বলেন বাঁকুড়া জেলার প্রাক্তন জেলা সভাপতি কে গ্রেপ্তার করা দরকার ছিল এদিন তিনি এও বলেন বর্তমানে যিনি বিষ্ণুপুর পৌরসভার চেয়ারপারসন রয়েছেন তিনি বড়জোরা পঞ্চায়েতে ৬ লক্ষ টাকা দুর্নীতির সঙ্গে যুক্ত ।

কাউন্টার প্রতিক্রিয়ায় বিষ্ণুপুর পৌরসভার বর্তমান চেয়ারপারসন অর্চিত বিদ তিনি বলেন আমরা সবাই জানি সৌমিত্র বাবু পাগলের প্রলাপ বকেন তার কথার কোন ভিত্তি নেই তিনি এও বলেন সৌমিত্র বাবু আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করুন ? না হলে তিনি আমার বিরুদ্ধেও অভিযোগ করতে পারেন ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।